মোংলায় ইউপি চেয়ারম্যান উৎপল’র অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

0
119


মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় ইউনিয়ের বিভিন্ন উন্নয়ন কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মিঠাখালী ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে এ বিক্ষাভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। এছাড়া কাবিখা, কাবিটা প্রকল্পেও ব্যাপক অনিয়ম করেছেন তিনি। প্রকল্পের দেখভালকারী এক কর্মকর্তাকে (ট্যাগ অফিসার) তার আপন ভাই লাঞ্ছিত করাসহ তার দুর্নীতি ও অনিয়মের বিষয়টিও বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশ মোংলা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তদন্তানাধীন রয়েছে। এদিকে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারী ও মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, এ বিষয়গুলো সম্পর্কে আমি ইতিমধ্যেই অবগত হয়েছি। তাই বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comment using Facebook