আল-আমীন গোলদার, বটিয়াঘাটা
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের টাকীমারি এলাকার নিরঞ্জন কুমার মন্ডলের একটি গরু চুরি করে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভিটায় মধ্যে জবাই করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে একটি চোর সিন্ডিকেট চক্র বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার রায়পুর জহিরুল শেখের বাগানের একটি পরিত্যক্ত ভিটায়। ভুক্তভোগী নিরঞ্জন মন্ডলের বাড়ি টাকীমারি গ্রামে। তিনি বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর ২০২২) রাতে গরুটি আমার বাড়ি থেকে গভীর রাতে কে কা কারা চুরি করে নিয়ে যায়। সকালে গরুর গোয়ালঘরে গিয়ে দেখতে পাই, একটি গরু নাই। তখন বিষয়টি এলাকায় সবাইকে বলি এবং আমরা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকি। পরে লোক মাধ্যমে জানতে পারি, রায়পুর এলাকার জহিরুল শেখের দাদা সাহাবুদ্দিন শেখের ভিটায় পরিত্যক্ত জমিতে গরুর চামড়া, ভূড়ি, পা, দড়িসহ রক্তের সন্ধ্যান মিলেছে। আমি খবর পেয়ে সেখানে গিয়ে গরুটি আমার বলে সনাক্ত করি। পরে আমি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২২) বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করি। তিনি আরো বলেন, ঐ ভিটায় প্রতিদিন রাতে জুয়া, গাজা সহ মাদকের আসর বসে। অনেকের ধারনা, গরু চুরি ঘটনার সাথে কিশোর গ্যাং সদস্যদের হাত থাকতে পারে বলে তারা মন্তব্য করেন। যা সরেজমিনে গেলে পুলিশ সত্যতা পাবে। তিনি বলেন, আমার গরুটির মূল্য হবে আনুমান ৫০ হাজার টাকা। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আসামি সনাক্তর জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
গরু চোরের পেশা পরিবর্তন! বটিয়াঘাটায় গরু চুরির ধরণ পাল্টেছে : গরু জবাই করে ভাগবাটোয়ারো করে নিয়েছে সিন্ডিকেট
Comment using Facebook