খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
147


স্টাফ রিপোর্টার (খুলনা)
খুলনা জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে ভার্চুয়ালি এ অনুষ্ঠিত হয়। তিনি জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন। একই সাথে সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। গেল আগস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রাখতে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ ইন্সপেক্টর ক্যাটাগরিতে তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম, টিআই ক্যাটাগরিতে খুলনা ট্রাফিক বিভাগের টিআই মোঃ মশিউর রহমান, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে রূপসা থানার এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এবং এএসআই (নিঃ) ক্যাটাগরিতে ডুমুরিয়া থানার এএসআই (নিঃ) মোঃ সাগর আলীকে বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

Comment using Facebook