সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

0
160


পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় রাড়-লী ইউিনয়নে কাটিপাড়ায় সাপ ধরতে এসে পদœা গোখরা সাপের কামড়ে মো. আফছার আলী গাজী (৪৩) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার বাড়ি (কাছে থাকা থাকা পোষ্ট কার্ড) অনুযায়ী যশোর কেশবপুর উপেজলার সাগরদাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে। মঙ্গলবার সকালে আফছার আলী পাইকগাছায় লাড়-লী কাটিপাড়া সাপ ধরতে আসে। সেখানে এসে একটি গোখরা সাপ ধরেন। ধরার সময় সাপের ছোবলে তার শরীর খারাপ লাগলে তিনি নিজে পাইকগাছা হাসপাতালে যায়।

Comment using Facebook