মাগুরা সংবাদদাতা
স্কুল পর্যায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর এবং ঘুল্লিয়া গ্রামবাসীদের বিরোধের জের ধরে বিনোদপুর বাজারে অবস্থিত ঘুল্লিয়া গ্রামের মালিকানাধিন ২০/২৫ টি ব্যবসা প্রতিষ্টানে গতকাল রাতে এবং বুধবার সকালে ব্যাপক ভাংচুর এবং প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘুল্লিয়া গ্রামবাসীর হাতে আহত বিনোদপুরের রাজিব বিশ্বাস কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, গত ৫ সেপ্টেম্বর বিনোদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ঘুল্লিায়া মাদ্রাসা বনাম বিনোদপুর মাদ্রাসার মধ্যকার ফুটবল খেলায় ঘুল্লিয়ার কয়েকজনকে বিনোদপুরের রাজিবের নেতৃত্বে মারধর করা হয়। এ বিষয়ে গতকাল মঙ্গবার রাত নয়টার দিকে মহম্মদপুর থানায় উভয় পক্ষের মিমাংশা হয়।
Comment using Facebook