কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা ধোয়া তুলে কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের অসহায় এক দিন মুজুর কৃষকের জমি থেকে গাছ কেটে নেয়াসহ জমি হাতিয়ে নেয়ার পাঁয়তারার অভিযোগ এনে কোটচাঁদপুর পাঠাগার অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি করেন উপজেলার নওদা গ্রামের মৃত তোফাজ্জেল দফাদারের ছেলে আইন উদ্দীন। সংবাদ সম্মেলনে আইন উদ্দীনের স্ত্রী মুসলিমা খাতুন, ভাই মঈন উদ্দীন, আলতাফ হোসেন ও তার স্ত্রী লিপি খাতুনসহ কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আইন উদ্দীন বলেন- খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি জমির অন্যান্য দলিলাদি না থাকলেও জালিয়াতির মাধ্যমে উল্লিখিত দাগের ৫শতক ও পাশের সড়ক ও জনপদের ১২শতক জমি রেকর্ড করে নিয়েছে তারা
কোটচাঁদপুর যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Comment using Facebook