খুলনা ব্যুরো
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ খুলনা শাখার নির্বাচনে ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা তাদের নির্বাচরী পচার-প্রচারনা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে প্যানেলের প্রার্থীরা রুপসা ও তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীদের শ্লোগান হচ্ছে ‘দর্শন যার যার, বিএমএ সবার’। ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ও খুমেকের সাবেক অধ্যক্ষ ডা: কাজী হামিদ আসগর, সহ-সভাতি পদে ডা: গাজী মিজানুর রহমান, ডা: সামসুল আহসান মাসুম ও ডা: মোল্লা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদ ডা: মেহেদী নেওয়াজ। প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় তাদের নির্বাচনীর ইশতেহারাগুলো তুলে ধরা হয়। এ সময়ে বক্তব্য রাখেন বর্তমানে বিএমএ সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ। উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রূপসা ও তেরখাদায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্যানেল পরিচিতি ও মতবিনিময়
Comment using Facebook