রূপদিয়ায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি : জরিমানা আদায়

0
150


রূপদিয়া (যশোর) সংবাদদাতা
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে বিসমিল্লাহ মাংস ভান্ডারের কসাই শুকুর আলী সরদারের বিরুদ্ধে গর্ভের ৪ মাসের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঐ মাংস ব্যবসায়ী চাউলিয়া গ্রামের আকের আলী সরদারের ছেলে। বুধবার সকালে ঘটনা জানাজানি হয়। এরপর স্থানীয় প্রশাসনের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, প্রধান ভেটেরিনারি অফিসার ডাঃ আব্দুল আজিজের নেতৃত্বে একটি বাজার তদারকি টীম ঘটনাস্থলে এসে অভিযুক্ত কসাই শুকুর আলীর মুচলেকা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। স্থানীয়দের অভিযোগ শুকর এ ধরণের কাজ করে থাকে। এ ব্যাপারে শুকুর আলী সরদার বলেন, গরুটি গর্ভবতী জানলে আমি জবাই করতাম না। এব্যাপারে জাতীয় ভোক্তা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, রোগাক্রান্ত বা গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comment using Facebook