যশোর অফিস
আসন্ন যশোর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় শার্শা আফিল জুট এন্ড উইভিং মিলস্ অভ্যন্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ ব্যক্তিত্ব আলহাজ সালেহ আহমেদ মিন্টুকে সদস্য পদে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শার্শার মিন্টু প্রার্থী
Comment using Facebook