যশোর অফিস
যশোরে শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের ভাতা তুলে খাচ্ছেন তার ছোট ভাই রশিদুল হক। অথচ ওই পরিবারে দুস্থ লোক থাকলেও তাদের ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের ভাতার টাকা ওই পরিবারের দুস্থসহ সকলকে ভাগ করে দেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে পৃথক দুইটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মাহফুজুল হক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন। যার গেজেটের পৃষ্ঠা নাং ৩৩২৭ গেজেট নং-১০৯৪। শহীদ পরিবারের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতার ব্যবস্থা করা হয়। কোন ওয়ারিশ না থাকায় মাহফুজুল হকের ছোট ভাই রশিদুল হক একাই তার ভাতার টাকা উত্তোলন করেন। কিন্তু ওই পরিবারে মাহফুজুল হকের আরেক ভাই আজিজুল হকের ছেলে মাহবুবুল হক ও মেয়ে নায়ার সুলতানা সেই মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের মুক্তিযোদ্ধা ভাতার টাকা শুধুমাত্র তার ছোট ভাই রশিদুল হক একাই ভোগ করতে পারেন না। ভাই আজিজুল হকের ছেলে মাহবুবুল হক ও মেয়ে নায়ার সুলতানাও এই টাকার দাবি করেছেন।
যশোরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন : এক ভাই পেলেও অন্যভাই বঞ্চিত
Comment using Facebook