আল কোরআন

0
126


সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৭৩. আর আমি ছামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল- ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর, আল্লাহ ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই, তোমাদের রবের পক্ষ হতে এক স্পষ্ট নিদর্শন তোমাদের নিকট এসেছে, এটি আল্লাহর উষ্ট্রী-তোমাদের জন্য একটি নিদর্শনস্বরূপ। তোমরা একে ছেড়ে দাও- যাতে তা আল্লাহর যমীনে ঘুরে- ফিরে খেতে পারে, ওকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, (কেউ কোন কষ্ট দিলে) এক যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে।

Comment using Facebook