পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় নালিশী জায়গা-জমি ও লীজ ঘের জবর দখল চেষ্টা এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার হাউলী গ্রামের দখলবাজ শহর আলী সরদারের ছেলে আনার আলী সরদার ও তার লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ আনেন একই এলাকার মৃত পঞ্চরাম মন্ডলের ছেলে নির্মল চন্দ্র মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার হাউলী মৌজায় এসএ ৪৮ ও ১১৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ৩.৮৭ একর জমি পৈত্রিক সুত্রে হাউলী গ্রামের মৃত রাম লাল হালদারের ছেলে সরোজিত হালদার ও মৃত রণজিত হালদারের ছেলে ইন্দ্রজিত হালদার ওয়ারেশ সূত্রে মালিক। সম্পত্তির কিছু অংশ ১৯৭৫-৭৬ সালে ৬৬৫ নং ভিপি লীজ কেস ভুক্ত হলে ইন্দ্রজিত ও সরোজিত উক্ত সম্পত্তি ভিপি অবমুক্তির জন্য দেওয়ানী ২৬/৯০নং মামলা দায়ের করে। উক্ত সম্পত্তি ইজারা প্রদান না করার জন্য সংশ্লিষ্ট আদালত সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশনা দিলেও সম্পত্তি ‘ক’ তপশীল ভুক্ত থাকায় ভূমিদস্যু আনার আলী সরদার, পুত্র আসাদ আলী সরদার, কালীপদ মন্ডলের পুত্র সন্তোষ মন্ডল ও কার্তিক মন্ডল সংশ্লিষ্ট অফিসকে ভুল বুঝিয়ে ইজারা গ্রহণ করে নালিশী সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছে। প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নির্মল মন্ডল ও তার পরিবার।
পাইকগাছায় জমি-ঘের জবর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Comment using Facebook