পাঠক কমছে সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে কমছে

0
117


সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার একমাত্র সরকারি গণগ্রন্থাগারে। প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা থাকলেও গ্রন্থাগারমুখী হচ্ছে না পাঠকরা। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা গেছে, এখানে একসঙ্গে ১০৫ জন পাঠকের বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বেশিরভাগ সময় এখানে মাত্র সাত থেকে আটজন পাঠক বই পড়েন। পাঠকদের তদারকির জন্য স্টাফ রয়েছেন তিনজন। গণগ্রন্থাগারের আলমারিগুলোতে অলস পড়ে আছে কয়েক হাজার বই। এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মো. আনিসুর রহিম বলেন, বর্তমানে অনেকেই অনলাইনে বই পড়ছেন। অনেক ক্ষেত্রে লাইব্রেরিতে গিয়েও অনেকে প্রয়োজনীয় বই পান না। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ বলেন, করোনায় দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে পাঠকরা ঘরবন্দি ছিল। সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জিয়ারুল ইসলাম বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলা গণগ্রন্থাগারে পুস্তক রয়েছে ৩ হাজার ৩৫২টি।

Comment using Facebook