তেরখাদা সংবাদদাতা
তেরখাদায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম! গৃহহীনদের বসতঘর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খুলনার তেরখাদা উপজেলা সদরের মাঝিপাড়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহহীনদের বসতঘর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণকাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তেরখাদার বাসিন্দা মৃত চিত্ত পোদ্দারের স্ত্রী কমলা পোদ্দার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন দপ্তরে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে কমলা পোদ্দার উল্লেখ করেন, ঘরের মেঝে ঢালাইয়ের দিনে নিম্নমানের ময়লাযুক্ত খোয়া ও বালি ব্যবহার করেছেন ঠিকাদার। ঢালাইয়ের দিনে ৪৫ কড়াই বালি ও ৪৫ কড়াই খোয়াতে মাত্র সাড়ে ৩ বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে। বিষয়টি ঠিকাদারকে বললে ঠিকাদার বলেন, তোমরা বেশি লাফাচ্ছো, কোনো কাজ হবে না। শুধু বালি দিয়ে ঘর করে দেব। কমলা পোদ্দার ঠিকাদারকে ২ নম্বর ইটের কথা বললে ঠিকাদার জানান, তোমাদের ইট আসবে ঢাকা থেকে, তারপর ২/৩ মাস পরে কাজ হবে। গৃহ নির্মাণকাজে অনিময় হচ্ছে কিনা জানতে চাইলে ঠিকাদার আব্দুর রহিম বলেন, কমলা পোদ্দারের পরিবারের কাছ থেকে সিমেন্ট নেওয়া হয়েছে কিনা জানি না। আমি সাইটে ছিলাম না। এটা মিস্ত্রীরা জানে।
তেরখাদায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম!
Comment using Facebook