তাওহীদ হাসান উসামা
অভয়নগরে ক্লাস ফাঁকি দিয়ে নওয়াপাড়া টু মশিয়াহাটি রোডের সরখোলা-ডুমুরতলা অংশে শিক্ষার্থীদেরকে আড্ডা দিতে দেখা গেছে। প্রতিদিন ক্লাস টাইমে দলবেধেঁ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এ সড়কে আড্ডা দিতে ও ঘোরাফেরা করতে দেখা যায়। বিশেষ করে উঠতি বয়সী ছেলে ও মেয়েরা বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে এসড়কের ফাঁকা জায়গায় এসে আড্ডা দেওয়ায় নানা অপকর্ম সংগঠিত হচ্ছে বলে জানা যায়। তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘেরের পাড়ে বসে মাদক সেবনের মত অপরাধে লিপ্ত থাকতে দেখা গেছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকসহ সচেতন মহল। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে এসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল ড্রেস পরিহিত ও স্কুল ব্যাগ বহন অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবেধে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ স্মার্ট ফোনে টিকটক করছে, আবার কেউ কেউ সেলফি তুলে ব্যস্ত সময় পার করছে। স্কুল কলেজের এসব ছেলে-মেয়েদের আপত্তিকর চলাফেরায় বিব্রত স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা চৈতন্য পাল নামে একজন অভিভাবক জানান, প্রতিদিন এই রোডে এভাবে শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে ঘুরতে আসে, অনৈতিক কার্যক্রমে জড়াচ্ছে, যা মোটেও কাম্য নয়। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শংকরপাশা হাইস্কুলের এক শিক্ষার্থী জানান, শনিবারে স্কুল বন্ধ থাকায় আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। ডুমুরতলা বিলের কালভার্টের উপর বসে গতকাল মঙ্গলবার নওয়াপাড়া মডেল কলেজের ড্রেস পরিহিত শিক্ষার্থীদেরকে গল্প করতে দেখা যায়। নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল হাসান টোকন জানান, আমাদের কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘুরাফেরা করলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে টিসি প্রদান করা হবে। তাছাড়া আমরা আমাদের অভিযান অব্যহত রেখেছি, মঙ্গলবার নওয়াপাড়া বাজারের নবারুন মেশিনারী গলি ও নদির পাড়ের একটি রেস্টুরেন্ট থেকে বেশ কয়েকজনকে ধরে আনা হয়েছে। সকলের সহযোগিতা থাকলে শিক্ষার্থীদেরকে এ ধরণের কর্মকান্ড থেকে ফেরানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভয়নগরে ক্লাস ফাঁকি দিয়ে সরখোলা-ডুমুরতলা রোডে শিক্ষার্থীদের আড্ডা
Comment using Facebook