কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে অফিস সহকারী মনিরুল ইসলামের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সোয়া ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মনিরুল ইসলাম ওই কলেজের অফিস সহকারী (পিয়ন) ও উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য সহকর্মীদের সঙ্গে কলেজ ত্যাগ করেন মনিরুল। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তার ছেলে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা কলেজের প্রশাসনিক ভবনে এসে দেখেন ভেতর থেকে কেচিগেটে তালা ঝুলানো। পরে তালা খুলে ভেতরে খোঁজাখুঁজি করেন এবং তার মুঠোফোনে কল দেন। এ সময় মুঠো ফোনের রিংটন বেজে উঠলে ভবনের তিনতলায় তাকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খবর দেওয়া হলে পুলিশ রাত সোয়া ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
Comment using Facebook