যশোর অফিস
যশোরের চৌগাছার হাজরাখানা পীর বলুহ দেওয়ান মেলা বন্ধের জন্য পৃথকভাবে আবেদন জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী, হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবকরা। মেলা চলাকালে মাসব্যাপী গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকা, শিক্ষার্থীদের সড়ক দূর্ঘটনা ও হারিয়ে যাওয়া থেকে রক্ষা, গ্রামবাসীর বসবাসের পরিবেশ রক্ষা, চাঁদাবাজি বন্ধ, মারামারি (খুন-খারাবি), দেহব্যবসা, অশ্লীলতা, মাদক সেবন থেকে যুব সমাজকে রক্ষার জন্য মেলা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে আবেদনগুলিতে। হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মিলন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা খাতুন গত ৪ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত এক আবেদনে জানান, ‘আগামী ১৩ সেপ্টেম্বর-২০২২ থেকে ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান মেলা’ হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও এর আশেপাশের এলাকাজুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। এসময় বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ মেলার ষ্টল ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য দ্বারা ব্যবহৃত হয়। বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানানো হয়েছে লিখিত দরখাস্তটিতে। এর আগে গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মেলায় অশ্লীল নৃত্য, নোংরামি, চাঁদাবাজি, মারামারি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একটি গণসাক্ষরকৃত লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন গ্রামবাসী। বর্তমানে কয়েক বছর যাবত মেলায় জুয়া খেলা, পুতুল নাচ, ভ্যারাইটি শো, সার্কাস যাদু খেলার আসরে অশ্লীল নৃত্য, গান-বাজনাসহ মাদল সেবন করে থাকে। অশ্লীল নৃত্যের নামে যে নোংরামী হয় তাতে যুবসমাজ ধ্বংসের শেষ দিকে নিয়ে যায়। মেলায় দোকান বরাদ্দের নামে লক্ষলক্ষ টাকা চাঁদাবাজি হয়। এছাড়া হাজারাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অপর একটি লিখিত আবেদনে বলেছেন, তাছাড়া জান-মালের হুমকি, জুয়া, গাঁজা, মদসহ দেহব্যবসার মত জঘন্য অপরাধ সংঘঠিত হয়। এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি নিয়ে গত ৪ সেপ্টেম্বর তদন্ত করা হয়।
চৌগাছার বলুহ মেলাকে ঘিরে চাঁদাবাজি-মাদক-দেহ ব্যবসার অভিযোগ : উদ্বিগ্ন এলাকাবাসি
Comment using Facebook