যশোর অফিস
প্রকাশ্যে ফুসলিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ঈশান্বীতা হালদার (১৫)কে অপহরণ করে অবৈধভাবে আটকের অভিযোগে তিন সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে সোমবার ৫ সেপ্টেম্বর বিকেলে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, যশোর সদর উপজেলার নীলগঞ্জ (তাঁতীপাড়া) (সুপারী বাগান) এলাকার মৃত মহারাজ হালদারের ছেলে অপহৃতা শিশুর পিতা বাবু হালদার। মামলায় আসামী করা হয়েছে, নড়াইল জেলার সদর উপজেলার বিছালী গ্রামের আবু জাহার ছেলে সুমন, যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ, একই উপজেলার কাপাসাটি(ভাঙ্গাগেট) এলাকার আব্দুল কাশেমসহ অজ্ঞাতনামা ৩/৪জন। মামলায় বাবু হালদার বলেছেন, তার নাবালিকা মেয়ে ঈশান্বীতা হাদলার (১৫) যশোর সদরের বালিয়াডাঙ্গা প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। গত ২৮ আগষ্ট বেলা ২ টায় বাদির মেয়ে বাড়ি হতে কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়। পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায় বাদি বাধ্য হয়ে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরী করেন,যার নং ১৬৮২,তারিখ ২৯/০৮/২২ ইং।
যশোরে স্কুল শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা
Comment using Facebook