সাফে মাঠে নামার অপেক্ষায় সাবিনা-মারিয়ারা

0
120


ক্রীড়া ডেস্ক
নেপাল আর ভুটানের ম্যাচ দিয়ে মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুতে শুরু হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ও মর্যাদার এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলতে নামবে বুধবার। শুরুতেই প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দক্ষিণ এশিয়ার ৭ দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলংকা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। অন্য গ্রুপে নেপাল, ভুটান ও শ্রীলংকা। মেয়েদের সাফের এটি ষষ্ঠ আসর। আগের ৫ আসরের শিরোপাই জিতেছে ভারতের মেয়েরা। বাংলাদেশ একবার মাত্র ফাইনালে খেলেছে ২০১৬ সালে। এছাড়া তিনবার উঠেছিল সেমিফাইনালে। মারিয়া মান্ডা বলেছেন, ‘আমরা দেশ থেকে সুস্থ্যভাবে নেপালে এসেছি। কালকে আমাদের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে।

Comment using Facebook