বিনোদন ডেস্ক
‘অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। প্রিয় নায়ক যেখানে আছ, ভালো থেক, সুখে থেক। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক- আমিন।’ ঢালিউডের অমর নায়ক সালমান শাহ’র স্মরণে ফেসবুকে এমনই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে সালমান শাহ’র সঙ্গে তিনটি ছবি শেয়ার করে এমন ক্যাপশন লেখেন শাবনূর। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। জীবদ্দশায় মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলা সিনেমার ফ্যাশন আইকন বলে ডাকা হয় তাকে।
সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন স্ট্যাটাস
Comment using Facebook