স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে সন্ত্রাসী ভাড়া করে বিল্ডিংয়ে হামলার পরিকল্পনার অভিযোগ করেছেন শহরের গাড়িখানা রোডের কাশেম টাওয়ারের স্বত্তাধিকারী আব্দুল হামিদ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘যশোর শহরে নেতাজি সুভাষ চন্দ্র সড়কের পাশে আমাদের জমিতে নদী বাংলা নামের একটি ডেভলপার কোম্পানির সঙ্গে বহুতল ভবনের জন্য চুক্তিবদ্ধ হই। কিন্তু কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেনি। পরে একাধিকবার সময় বৃদ্ধি করেছে। কিন্তু তারপরও কাজ শেষ না করে বেশ কয়েকটি ফ্লোর বিক্রি করে দিয়ে চলে যায়। পরে একাধিকবার তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। কিন্তু তারা ভবন নির্মাণ কাজ শেষ না করে আমাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। সম্প্রতি আমি জানতে পেরেছি নদী বাংলা ডেভলপার কোম্পানির লোকজন যশোরে সন্ত্রাসী ভাড়া করে আমার এই বিল্ডিংয়ে হামলার পরিকল্পনা করেছেন। এ অবস্থায় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সম্পত্তি নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
যশোরে সন্ত্রাসী ভাড়া করে বিল্ডিংয়ে হামলার পরিকল্পনা
Comment using Facebook