স্টাফ রিপোর্টার
নওয়াপাড়ায় অবৈধ্যভাবে সরকারী সার গুদামে সংরক্ষনের দায়ে দি মুন এন্টার প্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের বৃহত্তম সারের মোকাম নওয়াপাড়ায় অবৈধ্যভাবে সরকারী সার গোডাউনে রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। সারের বাজার পরিদর্শন কালে মঙ্গলবার সন্ধ্যায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলে সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে সার ও অবৈধ্যভাবে সরকারী সার গুদামে সংরক্ষনের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বাজার পরিদর্শনে নামে। এসময় নওয়াপাড়া হাইস্পীডঘাট সংলগ্ন গুদামে অভিযান চালানো হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, দি মুন এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এবং ওই গুদামে সংরক্ষিত টিএসপি ২৫০ বস্তা ও ডিএপি ৩৭৫ বস্তা সার সরকারী মূল্যে বিক্রয় করার জন্য সংরক্ষণ করা হয়। এবং গুদাম থেকে সার কম বেশি হলে বুঝে দিতে বলা হয়েছে। গুদাম থেকে অন্যত্র মাল সরিয়ে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মুচলেকা নেয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দীন, কৃর্ষি কর্মকর্তা গোলাম ছামদানী, সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার, থানার এস আই আশিকুর রহমানসহ সংশিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ।
নওয়াপাড়ায় সরকারী সার গুদামে সংরক্ষনের দায়ে মুন এন্টার প্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা
Comment using Facebook