যশোর অফিস
জালজালিয়াতি করে রেকর্ড করা জমি বেহাত হওয়ার আশংকায় মরিয়া হয়ে উঠেছে যশোর সদরের রহেলাপুর গ্রামের একটি পরিবার। একেরপর এক মিথ্যা মামলা, খুন জখমের হুমকিসহ নানা ভাবে হেনস্থ করছে ভুক্তোভোগী ইয়াকুব আলী সরদারের পরিবারকে। আদালতে করা মামলা ও ইয়াকুব আলী সরদারের ছেলে কামরুল হাসানের অভিযোগে জানা গেছে, ইয়কুব আলী একজন অশিক্ষিত কৃষক মানুষ। ইয়াবুক আলী সরদার ও তার শরিকরা আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন। মামলায় বিবাদী করা হয় মুনসুর আলী, আনোয়ারুল ইসলাম, আজিজুল আলম, আশরাফুল আলম, মোক্তার আলীম ফেরদৌসি বেগম, আছিয়া খাতুন, রিয়াদ হোসেন, রাহাদ হোসেন ও তাহেরা আলমকে। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন আছে। মামলার অভিযোগে সাবেক ১৫০০দাগের ৭৬ শতক জমির মধ্যে ৩ শতক, ১৪৯৮ দাগের ২৪শতকরে মধ্যে ১৮ শতক এবং ১৪৯৯ দাগের ১৭ শতকের মধ্যে ৯ শতক জমি বিবাদীরা কৌশলে রেকর্ড করে নিয়েছেন। জালজালিয়াতি করে রেকর্ড করে নেয়া জমি উদ্ধার তো দুরের কথা, এখন খোকা বাবুর অত্যাচারে বৃদ্ধ পিতা-মাতাসহ বাড়ির লোকজনদের গ্রাম ছাড়ার উপক্রম হয়েছে। এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এব্যাপারে ঘটনার বিষয় জানতে অভিযুক্ত খোকা বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোনে তাকে পাওয়া যায়নি।#
যশোরে জমি জালিয়াতি করে রেকর্ড করে নেয়ায় মামলা
Comment using Facebook