যশোরে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

0
105


যশোর অফিস
যৌতুক দাবি ও পারিবারিক সহিংসতার অভিযোগে সেনা সদস্য আহসান হাবিবের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের পিয়ারী মোহন রোডের বাসিন্দা মৃত সুবল অধিকারীর মেয়ে নওমুসলিম ফাতেমা তুজ জোহরা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আহসান হাবিব পটুয়ালি বাউফল থানার দাসপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার রামু ক্যাম্পে ল্যান্সঃ কর্পোরাল হিসেবে কর্মরত আছেন। মামলার অভিযোগে জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ২০১৪ সালের ২২ অক্টোবর ফাতেমা তুজ জোহরা সেনা সদস্য এসএম আহসান হাবিবকে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান আছে। ফাতেমা বর্তমানে যশোর শহরের মুজিব সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করে। আহসান হাবিব ছুটিতে তার ভাড়া বাসায় এসে থাকত। আহসান হাবিব যৌতুক দাবি করে তার স্ত্রীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে।

Comment using Facebook