শহীদ মিনারে মাজহারুল আনোয়ারকে শেষ শ্রদ্ধা

0
116


ঢাকা অফিস
স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি জাতীর শ্রদ্ধা জানাতে তার লাশ শহীদ মিনারে নেওয়া হয়। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে তাকে একবার শ্রদ্ধা জানাতে। গতকাল সোমবার সকাল ১০টায় তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্ব সাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রিয় ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান। সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে আসেন দেশ বরেণ্য শিল্পীরা।

Comment using Facebook