বাগেরহাট সংবাদদাতা
বাংলাদেশ ইমারত নির্মান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ৫সেপ্টেম্বর) সোমবার বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের হল রুমে সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ আলী শেখ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ও শ্রমিক ফেডারেশন ও সহসাধারন সম্পাদক মো: ফিরোজ খন্দকার এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম ডি ফারুকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্জ তালুকদার আব্দুল বাকী, বি এম এর সাধারন সম্পাদক আলহাজ্জ ডা: আব্দুল মতিন আকন।
যশোরে মুসলিম এইড পলিটেকনিকে প্রশিক্ষণকারীদের মাঝে ল্যাপটপ ও সনদ বিতরণ
যশোর অফিস
যশোরে মুসলিম এইড পলিটেকনিকে প্রশিক্ষণ সমাপ্তকারী গ্রাজুয়েটদের মধ্যে ল্যাপটপ ও সনদ বিতরণ। মুসলিম এইড ইউকে যাকাত ফান্ডে পরিচালিত“ ইনক্লুসিভ লাভলীহুড প্রোগ্রাম“ এর আওতায় ২মাস ব্যাপী ফ্রি প্রশিক্ষণ সমাপ্তকারী গ্রাজুয়েটদের মধ্যে ল্যাপটপ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাপটপ ও সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি¬ক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক রেল গেট শাখার ম্যানেজার মনিরুজ্জামান ও শেখ হাসিনা টেকনোলজি পার্কের ইনভেস্টর হাসনাত ইন্টারন্যাশনালের প্রোপাইটর এএইচএম আরিফুল হাসনাত। মুসলিম এইড পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ্যাডমিশন এন্ড জব পে¬সমেন্ট অফিসার নূর ইসলাম, এ্যাডমিন অফিসার এয়াহিয়া মোহাম্মদ খালেদ, প্রকৌশলী আরিফুজ্জামান, প্রকৌশলী আসিফ উল¬াহ চৌধুরী ও প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।