দেবহাটায় ফেনসিডিলসহ আটক ১

0
102


দেবহাটা সংবাদদাতা
সাতক্ষীরার দেবহাটায় অভিনব কায়দায় মতো করে কর্কসিটের কার্টুনে ভরে ফেনসিডিল পাচারকালে আজগর আলী (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চর রহিমপুর গ্রামের রমজান আলীর ছেলে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এএসআই গোলাম আজম, এএসআই জাহিদুর রহমান ও এএসআই শামীম হোসেন পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় মাদক ব্যবসায়ী আজগরের কাছে থাকা কর্কসিটের কার্টুন ও ব্যাগ তল্লাশী করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আজগর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

Comment using Facebook