কেশবপুরে গাঁজা গাছসহ যুবক আটক

0
121


কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ভেরচী ফাঁটি পুলিশ তাকে আটক করে। জানা গেছে, উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের আড়–য়া গ্রামের জাবের সরদারের ছেলে কুখ্যাত আনোয়ার (৫৫) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কলাগাছি বাজারে তার দোকানের পিছনে গাঁজা গাছের চাষ ও ব্যবসার আড়ালে গোপনে গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভেরচী ফাঁড়ির ইন্চার্জ এস আই মঈনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আনোয়ারকে আটক করে কেশবপুর থানায় সোপর্দ করে। এঘটনায় আটক আনোয়ারের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এব্যাপারে কেশবপুর থানার ইনচার্জ বোরহান উদ্দীন জানান,গাঁজা গাছসহ আটক আনোয়ারকে মাদক মামলায় যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Comment using Facebook