রামপালে চোরাই তামার তারসহ আটক ১

0
124


বাগেরহাট সংবাদদাতা
রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ডিস্যালাইনেটেড ওয়াটার ট্যাংক এর সামনে থেকে ১২ কেজির অধিক তামার তার ও ০১ চোর চক্রের সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন। ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের ডিস্যালাইনেটেড ওয়াটার ট্যাংক এর সামনে থেকে আশেপাশে অবস্থান নেয়। পরবর্তীতে উক্ত স্থানে পাচার করার উদ্দেশ্যে জমাকৃত তামার তার উদ্ধারে অভিযান পরিচালিত হয়। তল্লাশি কালে চোর চক্রের লুকিয়ে রাখা ১২ কেজির অধিক তামার তার এবং চোরাকারবারির সাথে জড়িত মোঃ সোহাগ শিকদার (৩৬), পিতা-মোঃ শহর আলী শিকদার, গ্রাম-বারাইমা, ডাকঘর-চিতলমারি, উপজেলা-রামপাল, জেলা-বাগেরহাট’কে আটক করা হয়। উক্ত তামার তারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

Comment using Facebook