নড়াইল সংবাদদাতা
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরম্নল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াসহ অনেকে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Comment using Facebook