কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় মাদক সেবীর ছুরিকাঘাতে সবুজ খান (৩৭) নামে এক দিনমজুর খুন হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পুরাতন গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুমন সর্দার জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলাম। এ সময় দেখি পার্শ্ববর্তী খালের পাশে আলম ও সবুজের মধ্যে কথা কাটাকাটি চলছে। কিছুক্ষন পর দেখি সবুজ বুক ধরে দৌড়াচ্ছে। অন্য দিকে আলম আরেক দিকে দৌড়ে পালাচ্ছে। পরে শুনতে পায় সবুজকে ছুরি মারা হয়েছে। নিহত সবুজ খান পৌর শহরের পুরাতন গরুর হাট এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। অন্যদিকে মাদকাসক্ত আলম হোসেন সলেমানপুর দাসপাড়ার ঘড়ি ম্যাকানিক শামসুদ্দিনের ছেলে। জানা যায়, দীর্ঘ দিন ধরে সে মাদকে আসক্ত ছিলেন। কোন কাজ কর্ম করত না। বর্তমানে মাদকদ্রব্য বিক্রি করত বলে জানিয়েন এলাকাবাসী। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিরিন সুলতানা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে জীবিত অবস্থায় আসে। আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করেছিলাম। কিছুক্ষণ পর সে মারা যায়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, মাদক সেবীর ছুরির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে,যে আম বাগানে বসে সে নেশা করত। সেটা নিয়ে হয়ত দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ কে ছুরি দিয়ে সে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে আলম পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছিল।
Comment using Facebook