বিনোদন ডেস্ক
পরনে খয়েরি রঙের শার্ট আর নীল জিন্স। মুখে চাপদাড়ি, হাওয়া এসে এলোমেলো করে দিচ্ছে মাথার দিঘল চুল; সেই চুলে ঢেকে যাচ্ছে মুখ। হাতে শোভা পাচ্ছে সেই ট্রেডমার্ক ব্রেসলেট, কানে দুল-এমন লুকে ধরা দিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। সোমবার এ অভিনেতা তার ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমার টিজার প্রকাশ করেছেন। তাতে এমন লুকে দেখা যায় সালমানকে। এটি মূলত, ‘ভাইজান’ সিনেমার টিজার। নাম পরিবর্তন করে বর্তমানে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। টিজারে সালমানকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। টিজারটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ লাখ। একজন লিখেছেন, ‘সিনেমাটি দেখার জন্য আর তর সইছে না।’
নতুন লুকে চমকে দিলেন সালমান
Comment using Facebook