স্টাফ রির্পোটার
অভয়নগরে সুন্দলীতে সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে অধ্যাপক তিমির বরণ সরকারের সঞ্চালনায় সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সমিরণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, আ’লীগ নেতা চৈতন্য কুমার মন্ডল, ডাঃ শিবু প্রসাদ বিশ্বাস, ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র অফিসার উত্তম কুমার ঘোষ। নওয়াপাড়া প্রেসক্লাব দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয় ও রকিবুল ইসলাম রুবেল।
সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি সুইট মল্লিক, কৃষকলীগ সাধারণ সম্পাদক অমর কান্তি বিশ্বাস, ওয়ার্ড আ’লীগের যুবলীগ সভাপতি গোপাল মল্লিক, সড়াডাঙ্গা রাধা মাধব সার্বজনীন পূজা মন্দির কমিটির মহিলা সভাপতি হৈমন্তি রানী বিশ্বাস, সমাজসেবক ভবেশ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শিলাদিত্য বিশ্বাস।