কেশবপুরে রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মান : ১০টি পরিবার অবরুদ্ধ

0
95


কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে প্রভাবশালী কর্তৃক ৩ প্রজন্মের যাতায়াতার রাস্তা বন্ধ করে সেমি পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ফলে দীর্ঘ এক বছর ধরে ১০টি পরিবারের লোকজন জিম্মিদসার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী নিছার আলী বাদী হয়ে প্রভাবশালী মজিদ গংদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার ১২১ নং নারায়নপুর-বেতিখোলার বসবাসরত মৃত কেরামত মোড়লের ছেলে নিছার আলীর পরিবারসহ ১০টি পরিবারের লোকজনের প্রায় ৩ প্রজন্মের যাতায়াতের রাস্তাটি প্রতিবেশী মৃত ছবেদ আলী সরদারের ছেলে আঃ মজিদ গং গায়ের জোরে বন্ধ করে সেখানে টিন সেটের একটি পাকা ঘর নির্মানপূর্বক সীমানা ঘিরে দেয়। যার ফলে দীর্ঘ এক বছর ধরে রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায় ঐ ১০টি পরিবারের লোকজনের। স্থানীয়ভাবে মিমাংসার স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ার অলি-গলি পথ দিয়ে দীর্ঘ এক বছর ধরে বাড়ী থেকে বের হতে হচ্ছে ঐ ১০ পরিবারের সদস্যদের। দীর্ঘদিনের যাতায়াতের রাস্তাটি পুনঃউদ্ধারে নিছার আলী মোড়ল বাদী হয়ে গত ৩১ আগষ্ট-২২ প্রভাবশালী মজিদ সরদার ও শাহিনুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comment using Facebook