ক্রীড়া ডেস্ক
ছোট থেকেই শুরু হচ্ছে ফুটবলের ব্যস্ত মাস সেপ্টেম্বর। সোমবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলার কিশোররা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করে- এটাই এখন অনূর্ধ্ব-১৭ দলের অনুপ্রেরণা। বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এই দলটি নিয়ে শ্রীলংকা গেছেন। কিশোরদের এই টুর্নামেন্ট থেকে বাফুফেও ভালো একটা ফলাফল আশা করছে। ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলংকা। অন্য গ্রুপে ভারত, নেপাল ও ভুটান। বয়সভিত্তিক টুর্নামেন্টেও বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ-ভারত হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের গ্রুপটা অপেক্ষাকৃত কম শক্তিশালী।
শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করতে চায় লাল-সবুজ যুবারা
Comment using Facebook