অভয়নগরের শসার বাম্পার ফলন : চড়া দামে কৃষকের মুখে হাসি

0
121


আমিনুর রহমান
অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পুর্ব অঞ্চলে ও দক্ষিণ নড়াইলে শশাসহ সকল প্রকার সবজি চাষীদের মুখে হাসি। এই অঞ্চলের মাছের ঘেরগুলোর পাড়ে শশা চাষে অধিক লাভবান চাষীরা। বেশ দামে বিক্রয় করছে উৎপাদনকারী আর মাঝখান দিয়ে লাভবান হচ্ছে মধ্যস্থতায় থাকা মানুষগুলো। গতকাল ৪ সেপ্টেম্বর রবিবার সকালে সরেজমিনে, এসব অঞ্চলের বড়াল, মালাধারা ও হরিশপুর শশার বাজার ঘুরে জানা যায়, প্রতি মন শশা বিক্রি হচ্ছে ১৫’ শ-২৫’ শ টাকায়। যা কেনা হচ্ছে চাষীদের কাছ থেকে এবং চাষীরা তাতে সন্তেুাষ্ট। হরিশপুর বাজারে শশা বিক্রি করতে আসা শশা চাষী জাহিদুল ইসলাম বলেন,তার প্রায় ৫ বিঘা জমিতে ঘের তার পাড়ে প্রতিদিন প্রায় ১০-১৫ মন শশা উঠছে, তা দেড় মাস ধরে চলবে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। জানা যায়, প্রত্যেক তরকারি হাটে প্রায় ১৫০-২০০ জন শ্রমিক কাজ করে। তারা প্রতিদিন সকালে আসে আর দুইটা পর্যন্ত শশা প্যাকিং করে গাড়িতে তুলে দেয়। জনপ্রতি ৩০০-৩৫০ টাকা আয় এখন এই দিনমজুরদের জীবন চলছে বেশ ভালই।

Comment using Facebook