বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোংলা পোর্ট পৌর যুবলীগের সভাপতি সুমি লীলার বিরুদ্ধে আবারো সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। অন্যের ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি নিজের প্রভাব খাটিয়ে অন্যকে পাইয়ে দিতে হুমকি, মারধরসহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল কাদের নাঈম (২৪) বাদি হয়ে সুমি লীলা (৪০) ও হিমেল হালদারকে (২৫) আসামী করে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মোঃ আব্দুল কাদের নাঈম মোংলা উপজেলা ০৬ নং ওয়ার্ডের আলহাজ্ব ডাঃ মোঃ কামাল হোসেনের ছেলে। মোঃ আব্দুল কাদের নাঈম তার লিখিত অভিযোগে জানান, আমার পিতা আলহাজ্ব ডাঃ মোঃ কামাল হোসেন মোংলা উপজেলার শেলাবুনিয়া মৌজায় যার এস.এ-২২, বি. আর এস-০৯, এস এ খতিয়ান নং-২/২, বি আর এস খতিয়ান নং-৭৪৩ এ মোট জমি ০.২৩৪০ একর সম্পত্তি বিবাদী হিমেল হালদারের পিতা মোঃ ইউসুফ হাওলাদারের নিকট থেকে ক্রয় করে। দলিল দাতা নিজে মোংলা সাব-রেজিষ্ট্রি অফিসে এসে কবলা দলিল রেজিষ্টি করে ও আমার পিতাকে বাড়ীর দখল বুঝিয়ে দেয়। এ বিষয়ে মোংলা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Comment using Facebook