ডুমুরিয়া সংবাদদাতা
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি কাজে বাঁধা, সড়ক পরিবহন আইন অমান্যসহ বিভিন্ন অপরাধে ২জনের জেল, ৪ জনের ১১ হাজার ৭’শ টাকা জরিমানা এবং একটি বালির বেড জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে টিপনা এবং কাঠালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার টিপনা গ্রামের ডাম্পার ট্রাক মালিক মহাদেব অধিকারী এবং ওই ট্রাক চালক শোভনা গ্রামের আব্দুর রহমান শেখ কে সরকারি কাজে বাঁধা প্রদান করার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ১৮৬ ধারায় প্রত্যেক কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। অপর দিকে সড়ক পরিবহন আইন লংঘন করায় হরিনটানা থানা এলাকার মারুফ আহম্মেদকে ১০ হাজার,চুকনগর এলাকার আহম্মদ আলী কে ১ হাজার ৫’শ,মঠবাড়িয়া এলাকার মঈনুল ইসলাম কে ১’শ এবং মালতিয়া এলাকার জহুর শেখ কে ১’শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।এ ছাড়া উপজেলার মঠবাড়িয়া এলাকার ঘ্যাংরাইল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে জনৈক প্রবীর কুমারের মালিকানাধীন বালু বেডটি জব্দ করা হয়েছে। আদালত পরিচালনায় সহযোগীতা করেন বেঞ্চ অফিসার আবুজার হোসাইন।
ডুমুরিয়ায় ৬ জনের জেল-জরিমানা
Comment using Facebook