খুলনা সংবাদদাতা
যান্ত্রিকতা ও কর্মব্যস্ততা ভুলে সবুজের টানে অবকাশযাপনে ভ্রমণপিপাসু পর্যটকরা ছুটছেন সুন্দরবনে। শুক্র-শনিবার (২ ও ৩ সেপ্টেম্বর)ছুটির দিন হওয়ায় অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন জীববৈচিত্রে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। মায়াবী হরিণ দেখে, বাঘ খুঁজে, বানর ও কুমিরের সঙ্গে লুকোচুরি খেলা দেখে সময় কাটাচ্ছেন অনেকেই । আবার কেউ কেউ নির্জন বনের সৈকতে গোসল ও সাঁতার কেটে নির্মল আনন্দ উপভোগ করছেন। দীর্ঘ তিন মাস পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর করমজল, কটকা, কচিখালী, পক্ষীর চর, ডিমের চর, তিনকোনা, হারবাড়িয়া, কোকিলমোনি, হিরণপয়েন্ট, দুবলারচর ও আলোরকোলে হাজারো পর্যটক ভিড় করছেন দিন-রাতে।
সবুজের টানে পর্যটকরা সুন্দরবনে
Comment using Facebook