যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের হাবিবা খাতুন (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পরে গৃহবধুর লাশ হাসপাতালে ফেলে স্বামীসহ স্বজনেরা পালিয়ে গেছে বলে অভিযোগ মেয়ের পরিবারের। নিহত গৃহবধু হাবিবা বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের জাতির হোসেনের মেয়ে। পরে যশোর জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মেয়ের পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করে যশোর কোতয়ালী থানা পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। হাবিবার চাচি বলেন, জনির পরকীয়া জেরে খুন হয়েছে হাবিবা খাতুন। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, তাদের কাছে খবর এসেছে ওই নারী আত্মহত্যা করেছিলো পরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
বাঘারপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
Comment using Facebook