সম্পত্তির জন্য বাবাকে পিটুনি : ভিডিও ভাইরালের পর ছেলে আটক

0
164


ঢাকা অফিস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রাম থেকে ওই আবদুল মান্নানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান। ৭৫ বছর বয়সী আবদুল জলিলকে মারধরের অভিযোগ তার ছেলে মো. নাঈম ইসলাম গতকাল শনিবার সকালে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আবদুল মান্নান তার বাবাকে ব্যাপক মারধর করেন। প্রতিবেশী কেউ সেটি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। স্থানীয়রা সেটি দেখে ক্ষুব্ধ হয়ে পুলিশকে জানায়।

Comment using Facebook