লিজেন্ডস লিগে নেই মাশরাফি

0
114


ক্রীড়া ডেস্ক
ভারতে হতে যাওয়া লিজেন্ডস লিগ ক্রিকেটে বিশেষ চ্যারিটি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক আয়োজকদের না করে দিয়েছেন। গত শুক্রবার নিজের সিদ্ধান্ত টুর্নামেন্ট আয়োজকদের জানিয়ে দিয়েছেন মাশরাফি। এ ব্যাপারে বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছেন, ‘গত মাসে খেলার প্রস্তাব পাই। খেলবো কিনা ভাবছিলাম। নানা কারণে টুর্নামেন্টটাতে খেলা হচ্ছে না। না খেলার বিষয়টি গত শুক্রবার সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।’ চার দলের এই টুর্নামেন্টে ইন্ডিয়া ক্যাপিটালস মাশরাফিকে দলে ভিড়িয়েছিল। অভিজ্ঞ এই ক্রিকেটার খেলছেন জানিয়ে শুক্রবার একটি পোস্টও দেওয়া হয় দলটির ফেসুবক পেজ থেকে।

Comment using Facebook