আল কোরআন

0
128


সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৬৯. তোমরা কি এতে বিস্মিত হচ্ছ যে, তোমাদেরই এক ব্যক্তির প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে উপদেশ এসেছে? তোমরা সেই অবস্থার কথা স্মরণ কর যখন নূহ সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে দৈহিক গঠনে অধিক শক্তিশালী ও বলিষ্ঠ করেছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, হয়তো তোমরা সফলকাম হবে।

Comment using Facebook