মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুরে বেশি দামে বিক্রি হচ্ছে সার। এছাড়া লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীকে জরিমানাসহ সার জব্দ করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার নেংগুড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এই আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানাগেছে, উপজেলার নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স-এর মালিক আজিজুর রহমান লাইসেন্স ছাড়াই বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে এ্যসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বাজারে গিয়ে সত্যতা পান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানাসহ গুদামজাত ৬০ বস্তা সার জব্দ করেন। সূত্র আরও জানায় জব্দকৃত সার একই স্থানে আজ রোববার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে।
মণিরামপুরে বেশি দামে বিক্রি হচ্ছে সার : অভিযানে জব্দ-জরিমানা
Comment using Facebook