বেনাপোলে বিস্কুটের প্যাকেটে বিভিন্ন দেশের ডলার-রিয়ালসহ আটক ১

0
100


মাসুদুর রহমান শেখ, বেনাপোল
বেনাপোল চেকপোস্টে বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে ২২ হাজার ৩০০ ইউএস ডলার, ৫৭ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ইন্ডিয়ান রুপিসহ আশিক মিয়া (২৬) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে সন্দেহ ভাজন এক পাসপোর্ট যাত্রী ব্যাগ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বিস্কুটের প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ২২ হাজার ৩০০ ইউএস ডলার ৫৭ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুব জানান, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকার আনুমানিক মূল্য ৫১ লাখ ১৮ হাজার টাকা। এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Comment using Facebook