যশোর অফিস
যশোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শগ্রাম গোপালপুরের আব্দুল জলিলেরর ছেলে মক্কা মিয়া (৩২) মারা গেছে। আজ শুক্রবার সকাল ৮টার সময় রুপদিয়ায় মোজাহার মেটাল নামক কারখানা থেকে তার মরদেহ পুলিশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, মক্কা মিয়া চাউলিয়া গেটের কাছে মোজাহার মেটাল ঢালাই কারখানায় কাজ করে এবং রাতে সেখানেই ঘুমন্ত অবস্থায় জিএফসি স্ট্যান্ড ফ্যান থেকে আগুন লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হলে এই দূর্ঘটনা ঘটে এবং তিনি মারা যান।
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
Comment using Facebook