যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গলদা গ্রাম থেকে ইয়াসিন নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে নিজ বাড়ির টিউবওয়েলের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ইয়াসিন ড্রাইভার ওই গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে। যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, ইয়াসিনের স্ত্রী জোৎসনা খাতুন গতকাল বৃহস্পতিবার তার অসুস্থ নানাকে দেখতে পাশের গ্রামে যান। তার স্ত্রী গতকাল সকালে স্বামীকে একাধিকবার ফোন করেন। ইয়াসিন ফোন না ধরায় তিনি বাড়িতে ফিরে টিউবওয়েলের পাশে রক্তাক্ত ও জখম অবস্থায় তার স্বামী ইয়াসিনের মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। দুপুর ২টার দিকে পুলিশ ইয়াসিনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক দ্বন্দ্বঅথবা পুর্ব শত্রুতার জেরে উক্ত হত্যাকান্ড সংঘটিত হতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মনিরমপুর থানার অফিসার ইনচার্জ নুর ই-আলম সিদ্দিকী ।
মনিরামপুরে নিজ বাড়ি থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার
Comment using Facebook