অভয়নগরের বাঘুটিয়ায় সেই ছুরিকাহত বনমালীর পোল্ট্রি খামারে আগুন!

0
124


স্টাফ রিপোর্টার
অভয়নগরের বাঘুটিয়ায় সেই ছুরিকাহত বনমালীর পোল্ট্রি খামারটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে কে বা কারা পোল্ট্রি খামারটি জ্বালিয়ে দিলে প্রথমে কেউ টের না পেলেও পরে টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসতে আসতে খামারটির খানিকাংশ পুড়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে পুলিশকে খবর দিলে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে বিষয়টি পর্যবেক্ষণ করে। এঅবস্থায় বনমালীর মা ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লেখ্য: গত ১ লা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনায় বাঘুটিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সন্ত্রাসী সুমন ওই একই গ্রামের মৃত পঞ্চানন শীলের ছেলে বনমালীকে ছুরিকাঘাত করলে স্থানীয় চেয়ারম্যান জনগণের সহযোগিতায় সুমনকে ধরে পুলিশে সোপর্দ করে। এর জেরে সুমনের পরিবারের লোকজন কিংবা তার সহযোগিরা রাগের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে গ্রামবাসীর কাছে গুঞ্জন শোনা যায়। উক্ত ঘটনায় অভয়নগর থানায় ৩২৩, ৩২৬, ৩০৭, ৪৪৭, ৫১৪ ধারায় ১ লা সেপ্টম্বর একটা মামলা হয়েছে যার নং ০১ এবং সুমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে বলে ভাটপাড়া তদন্তকেন্দ্রের এস আই মোকলেছুর রহমান এপ্রতিবেদককে জানান। তিনি আরো জানান, গতকাল ভোরে বনমালীর পোল্ট্রি খামারে কে বা কারা আগুন লাগিয়েছে। খামারের কিছু অংশ পুড়ে গেছে। ছুরিকাঘাতের ঘটনায় বনমালীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের জন্য সুমনের পরিবারের কেউ বা সহযোগীরা এমন ঘটনা ঘটাতে পারে।

Comment using Facebook