ডাকাতির প্রস্তুতিকালে ডুমুরিয়া থেকে অস্ত্রসহ গ্রেপ্তার-৫

0
117


ডুমুরিয়া সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুুতি কালে বিদেশী পিস্তল ও দেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কিলার বাবুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা রুজু করে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার ডুমুরিয়া থানা এলাকায় কতিপয় সন্ত্রাসীরা ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত আনুমানিক দেড়টার দিকে ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ডুমুরিয়া থানা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সরদার বাবু ওরফে কিলার বাবু (৪০), মোঃ আকরাম আলী খান(৪২), মোঃ আশিকুর রহমান(৩৩), আতাউর রহমান খা(৩২), মুরছালিন কাজী(৪৪), কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি হাতুড়ি, ১টি কুড়াল, ১টি দাঁ, ৭টি মোবাইল ফোন সেট, এবং নগদ ২৪ হাজার ৩শ’ ৭০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করা হয়েছে।

Comment using Facebook