যশোর অফিস
যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। শুক্রবার বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেন, হঠাৎ করে বিএনপি-জামায়াত যশোরসহ সারাদেশে তান্ডব চালানোর চক্রান্ত করছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, কাউন্সিলর রাজিবুল আলম প্রমুখ।
যশোরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ
Comment using Facebook